Amra Dui Jan Bhai (আমরা দুই জন ভাই )
কবিতা
আমরা দুই জন ভাই
কাঁচা তাম্বুল খাই ,
একটি দুইটি পয়সা নিয়া
মামার বাড়ি যায়,
মামাই দিল লাঠি
হইয়া গেল বাটি ,
বাটিতে নাই তেল
হইয়া গেল বেল ,
বেলে নাই বীচি
হইয়া গেল কেচি ,
কেচি নাই ধার
হইয়া গেল হার ,
হারে নাই লকেট
হইয়া গেল পকেট ,
পকেটে নাই টাকা
হইয়া গেল ঢাকা ,
ঢাকাতে নাই মানুষ
হইয়া গেল চামুস ,
চামুস সে নাই দুধ
হইয়া গেল মুত ,
মুতে নাই ঘেস
আমার কথা সেস I I


Memories bring back :) superb
ReplyDeleteThanks
Delete